সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্যের জরুরি সভা আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আজ (২৭ জানুয়ারি) জরুরি সভা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভাটি দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয়-সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ জানুয়ারি) ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভায় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
রোববার ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগ এনে সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এই সভা আন্দোলনকারীদের দাবিদাওয়া এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।