জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স ২০ হাজার কোটি টাকা ছাড়াল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে বৈধপথে দেশে ১৬৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২০ হাজার ৪৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, দৈনিক গড়ে ৮১৮ কোটি টাকার রেমিট্যান্স দেশে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে এসেছে ৩৫ কোটি ৪২ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৪৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৪ কোটি ২৫ লাখ ডলার, এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার ডলার। তবে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশে মোট এক হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, নতুন বছরের বাকি সময়েও রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকবে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।