ভুলে যাবেন না, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি: হাফিজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ভুলে যাবেন না, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।’ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় রোববার (২৬ জানুয়ারি) তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নিজেদের পছন্দের নেত্রী বিদায় হওয়ায় ভারতের গাত্রদাহ শুরু হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা এবং বাংলাদেশের ভেতরে প্রবেশ করে গাছ কেটে নেওয়ার ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আমরা ৭১ সালে কীভাবে লড়াই করেছি।’

নির্বাচনের প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন চাই। তিন মাসের মধ্যেই নির্বাচনী ব্যবস্থা সংস্কার সম্ভব। জনগণের সরকার গঠনের সুযোগ দিন।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানুষকে উজ্জীবিত করেছিল। বাঙালি লড়াইয়ের জাতি, তারা প্রতিরোধ করতে জানে।’

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ফজলুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Nagad