বোমা হামলার হুমকি: বিমানে তল্লাশি, কিছুই পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

সংগৃহীত ছবি

বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রী ও তাদের ব্যাগেজসহ পুরো বিমান তল্লাশি করে কোনো বোমাসদৃশ বস্তু পাওয়া যায়নি।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, “আমাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুসংহত এবং আমরা প্রতিটি হুমকিকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেই।”

এর আগে সকালে রোম থেকে ঢাকায় আসা বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত সতর্কতা জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।