বাংলাদেশে আইস ওয়ার্পের সুরক্ষিত ইমেইল সেবা চালু করল স্মার্ট

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

বিশ্বখ্যাত সুরক্ষিত ইমেইল সেবা আইস ওয়ার্প এখন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

ডিজিটাল যুগে অনিরাপদ ইমেইল সেবার কারণে সাইবার আক্রমণ এবং ডেটা লিকের ঝুঁকি বেড়েছে। বিশেষত, ছোট ও মাঝারি ব্যবসাগুলো কম খরচে ইমেইল সেবা নিতে গিয়ে সুরক্ষার বিষয়টি উপেক্ষা করে, যা তাদের ব্যবসায়িক ডেটার জন্য বিপজ্জনক হয়ে উঠছে।

এই সমস্যার সমাধানে চেক রিপাবলিক ভিত্তিক আইস ওয়ার্পের সেবা বাংলাদেশে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস। আইস ওয়ার্প একটি ক্লাউড-ভিত্তিক সুরক্ষিত ইমেইল সেবা, যা শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং প্রিমিয়াম পরিষেবা প্রদান করে।

২০২৪ সালের ডিসেম্বরে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশে আইস ওয়ার্পের কার্যক্রম শুরু করে। এখন ব্যবসাগুলো কম খরচে উন্নত নিরাপত্তাসহ যোগাযোগ এবং সংবেদনশীল তথ্য সুরক্ষার সুযোগ পাচ্ছে। স্মার্ট টেকনোলজিসের মাধ্যমে এই সেবা সহজলভ্য হওয়ায় বাংলাদেশের ব্যবসায়ীরা আধুনিক ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার দিকে আরও এগিয়ে যাবে।