বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা জারি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

ফাইল ছবি

বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকির পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে এই সতর্কতা জারি হয়।

জানা গেছে, রোম থেকে ঢাকায় আসার পথে ফ্লাইটের এক যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দেন। এ কারণে বিমানটি সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকায় অবতরণ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে ফেলে।

বিমানটিতে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা তল্লাশি চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার প্রক্রিয়া শেষ হয়েছে এবং বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনাটি তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।