ফ্যাসিস্ট আমলে সাংবাদিকদের ওপর নিপীড়ন চালানো হয়েছিল: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

সাংবাদিক ও সংবাদপত্রের ওপর ফ্যাসিস্ট শাসনামলে চরম জুলুম চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘সংবাদমাধ্যম যদি সেই সময় সত্য প্রকাশে অবিচল থাকতো, ফ্যাসিস্টরা জাতির ওপর এভাবে চেপে বসতে পারতো না।’।

তিনি সাংবাদিকদের সেনাপতি হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে সত্য প্রকাশে অটল থাকার আহ্বান জানান।

সোমবার (২০ জানুয়ারি) মগবাজারে দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতার পরপরই সংবাদপত্রের ওপর চরম নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। রাষ্ট্রনিয়ন্ত্রিত চারটি মিডিয়া বাদে সব সংবাদমাধ্যম নিষিদ্ধ করা হয়েছিল, এর মধ্যে সংগ্রামও ছিল। কিন্তু সংগ্রাম আবার তার যাত্রা শুরু করে।”

অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের আটক না করার জন্য আইন প্রণয়ন করা প্রয়োজন।’

দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলার নীতি মেনে চলতে হবে। ফ্যাসিস্ট শাসনের আমলে এ নীতির অভাব ছিল, যা এখনো কিছু ক্ষেত্রে দেখা যায়।’

Nagad

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের জাতির দর্পণ ও বিবেক হিসেবে কাজ করতে হবে। সত্য প্রকাশে কখনো পিছপা হলে ফ্যাসিস্টদের প্রভাব বেড়ে যায়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, যিনি মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।