তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একসঙ্গে ওএসডি
তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে একসঙ্গে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তারা হলেন—যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার কামাল হাসান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম, এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ।
রোববার (১৯ জানুয়ারি) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাত্র ১৬ দিন আগে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক খোন্দকার কামাল হাসান। এর আগে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতি এবং ছাত্রলীগের পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, যা তাকে আগেও ওএসডি করা হয়েছিল।
অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম একই দিনে দায়িত্ব নিয়েছিলেন। তাদের সঙ্গেই দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ, যিনি ২০২৩ সালের ৬ জুন দায়িত্ব গ্রহণ করেছিলেন, এবার একই আদেশে ওএসডি করা হয়েছেন।