এআই প্রযুক্তির নতুন দুটি মাদারবোর্ড নিয়ে এলো গিগাবাইট

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

সিইএস ২০২৫-তে ইন্টেল বি৮৬০ ও এএমডি বি৮৫০ সিরিজের মাদারবোর্ড নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট। সর্বশেষ ইন্টেল কোর আল্ট্রা ও এএমডি রাইজেন প্রসেসরের পারফরম্যান্স বাড়াতে এই সিরিজের ডিজাইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গিগাবাইটের নতুন এই মাদারবোর্ডগুলো পিসি গেমারদের জন্য নতুন সম্ভাবনা নিশ্চিত করবে।

আলট্রা-ডিউরেবল ও মানসম্মত উপাদানের পাশাপাশি, নতুন এই বি৮০০ সিরিজের মাদারবোর্ডগুলোতে এআই স্যুট ও ডি৫ বায়োনিক কোরসা রয়েছে। ফলে সফটওয়্যার, হার্ডওয়্যার ও ফার্মওয়্যার একত্রিত করার মাধ্যমে ডিডিআর৫ মেমোরির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এএমডি বি৮৫০ মডেলের ক্ষেত্রে ৮৬০০ এমটি/এস এবং ইন্টেল বি৮৬০ মাদারবোর্ডের ক্ষেত্রে ৯৪৬৬ এমটি/এস পর্যন্ত উন্নীত করতে সক্ষম। ডিডিআর৫ এর পারফরম্যান্স বাড়াতে এতে রয়েছে বিশেষ এআই-ভিত্তিক সফটওয়্যার এআই স্ন্যাচ।

পাশাপাশি, গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য ইন্টেল বি৮৬০ সিরিজের মাদারবোর্ডে এআই-চালিত অপটিমাইজেশনের মাধ্যমে মেমরি রেফারেন্স কোডকে ফাইন-টিউন করে হাইপারটিউন বিআইওএস। এএমডি রাইজেন ৯০০০ সিরিজের এক্সথ্রিডি প্রসেসরের জন্য বিশেষভাবে নির্মিত এক্সথ্রিডি টার্বো মোড, এএমডি বি৮৫০ সিরিজের মাদারবোর্ডেও ব্যবহার করেছে গিগাবাইট।

গিগাবাইট বি৮৬০ ও বি৮৫০ মাদারবোর্ডগুলোতে সম্পূর্ণ ডিজিটাল পাওয়ার ডিজাইন ও প্রিমিয়াম থার্মাল সল্যুশন রয়েছে। যা বিশেষ হিটসিঙ্কের মাধ্যমে কুলিং সার্ফেস চার গুণ পর্যন্ত বাড়াতে পারে। এছাড়াও, এর হিট পাইপ ও হাই থার্মাল কন্ডাকটিভিটি প্যাডের সাথে সংযুক্ত, যা কুলিংয়ের সক্ষমতাকে আরও কার্যকর করে তোলে। ব্যবহারকারীর সুবিধা দিতে এতে পিসিএলই ইজেড-ল্যাচ প্লাস এবং ওয়াইফাই ইজেড-প্লাগ অনবোর্ডের ক্ষেত্রে এম.২ ইজেড-ল্যাচ ক্লিক সংযুক্ত করেছে গিগাবাইট।

অরাস প্রো ও এলিট, গিগাবাইট গেমিং (এক্স) ও ঈগল মডেলের পাশাপাশি, সাদার আইস সিরিজ নিয়ে এসেছে গিগাবাইট। যেখানে সাদা পিসিবি, মেমোরি ডিআইএমএম স্লট, পিসিএলই স্লট, কানেক্টর ও ডিবাগ পোর্টের পরিপূর্ণ সমাধান নিশ্চিত করা হয়েছে।

গিগাবাইটের এই এআই মাদারবোর্ড প্রযুক্তি পিসি গেমার ও মাল্টিটাস্কিং ব্যবহারকারীদের জন্য নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

Nagad