রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

ফাইল ছবি

দেশের সীমান্ত সুরক্ষায় কঠোর অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে। কেউ কোনো ক্ষতি করতে পারবে না।”

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “আগের সরকার সীমান্ত নিয়ে ভাবেননি। এখনকার সরকার সীমান্ত সুরক্ষায় সচেতন। এজন্য কিছু উত্তেজনা তৈরি হচ্ছে। তবে আমরা বেঁচে থাকতে সীমান্তে কোনো ছাড় দেওয়া হবে না।”

চাপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটাকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনার বিষয়ে তিনি জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা চলছে, যা শিগগিরই সমাধান হবে।

তিনি দেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করে বলেন, “দুর্নীতি না কমলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমাদের পরিচয় ব্যবহার করে কেউ সুবিধা নিতে চাইলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।”

সিভিল সার্ভিস প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “শৃঙ্খলার অভাবে ক্যাডারদের মধ্যে সেবার অনীহা এবং রাজনৈতিক লেজুড়বৃত্তি তৈরি হয়। শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।”

Nagad