যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটকের কার্যক্রম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধে নতুন আইন কার্যকর হওয়ার আগে থেকেই প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে টিকটক ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে একটি বার্তা দেখতে পান, যেখানে জানানো হয় যে অ্যাপটি এখন আর ব্যবহার করা সম্ভব হবে না।

টিকটকের মাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়, “নতুন আইন অনুসারে টিকটক সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। তবে আমরা ভাগ্যবান যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি সমাধানে আমাদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন।”

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার (২০ জানুয়ারি) দায়িত্ব গ্রহণের পর টিকটকের নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের জন্য অব্যাহতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেছেন, “এটি যথাযথ একটি সিদ্ধান্ত এবং খুব সম্ভবত এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।”

ব্যবহারকারীরা জানিয়েছেন, টিকটক অ্যাপটি অ্যাপল ও গুগলের মার্কিন অ্যাপ স্টোর থেকেও সরিয়ে ফেলা হয়েছে। টিকটক ডট কমের ওয়েবসাইটেও ভিডিও দেখা যাচ্ছে না।

চীনভিত্তিক মূল কোম্পানি বাইটড্যান্সকে টিকটক বিক্রির জন্য ১৯ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। বিক্রি না করায় অ্যাপটি বন্ধের নির্দেশ বহাল রেখেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তবে টিকটক দাবি করেছে, এই আইনটি ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করে।

প্ল্যাটফর্মটি বন্ধ হওয়ার আগে অনেক কন্টেন্ট নির্মাতা তাদের অনুসারীদের বিদায় জানিয়ে ভিডিও পোস্ট করেন। ক্রিয়েটর নিকোল ব্লুমগার্ডেন জানিয়েছেন, টিকটক বন্ধ হলে তার আয়ের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়বে। অন্যদিকে, এরিকা থম্পসন বলেছেন, “শিক্ষামূলক বিষয়বস্তু সম্প্রদায়ের জন্য এটি বড় ক্ষতি।”

Nagad

টিকটকের প্রধান নির্বাহী শো জি চিউ ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি সমাধানে প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানিয়ে একটি আবেদন করেছেন। তিনি সোমবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

টিকটক বন্ধ হওয়া নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পদক্ষেপের ওপর ভবিষ্যৎ পরিস্থিতি নির্ভর করছে।