রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

রাজনীতির মধ্যে না গিয়ে সুষ্ঠু, অবাধ নির্বাচন উপহার দিতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

রোববার (১৯ জানুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জাতিসংঘ উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি) এসব উপকরণ প্রধান নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করে।

সিইসি বলেন, “আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আইন-কানুন ও বিধি-বিধানের মধ্যে থেকে ফ্রি এবং ফেয়ার গেম উপহার দিতে চাই, যেখানে সব পক্ষ সমানভাবে অংশ নিতে পারবে। এজন্য আমরা সবার জন্য সমতল একটি মাঠ তৈরি করতে চাই।”

সিইসি জানান, ইউএনডিপি বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় ঐতিহাসিকভাবে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার আহ্বান জানালে তারা ল্যাপটপ, স্ক্যানার এবং ক্যামেরা সরবরাহ করেছে।

তিনি বলেন, “আগামীকাল (২০ জানুয়ারি) থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। এই কাজ ছয় মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। ৬৫ হাজার লোকবল এই প্রক্রিয়ায় যুক্ত থাকবে।”

সিইসি বলেন, “ভোটার তালিকা নিয়ে জনমনে থাকা সন্দেহ দূর করতে আমরা বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করবো। আশা করি এ প্রক্রিয়ার মাধ্যমে সবার আস্থা অর্জন করতে পারবো।”

Nagad

এছাড়া, জাতীয় নির্বাচনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইউএনডিপির নিড অ্যাসেসমেন্ট টিম কাজ করবে বলেও জানান তিনি।

বর্তমানে ভোটার প্রবৃদ্ধির হার ১.৫৫ শতাংশ উল্লেখ করে সিইসি বলেন, “আমরা একটি বিশাল পরিকল্পনা নিয়েছি, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করা যায়। ইনশাআল্লাহ, আমাদের কাজের মাধ্যমে ভোটার তালিকা নিয়ে সব সন্দেহ দূর হবে।”

জাতীয় নির্বাচনে অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করতে কমিশনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।