দুই গোলে এগিয়েও জয় হাতছাড়া, আর্সেনালের শিরোপার পথে বড় ধাক্কা
ম্যাচের ৫৫ মিনিট পর্যন্ত দুই গোলের ব্যবধানে এগিয়ে ছিল আর্সেনাল। গ্যাব্রিয়েল মার্টিনেলি ও কাই হাভার্টজের গোলে স্বাগতিকরা নিয়ন্ত্রণে থাকলেও ৮ মিনিটের ব্যবধানে অ্যাস্টন ভিলা দুই গোল করে সমতা ফেরায়। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল।
রোববার (১৮ জানুয়ারি) এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্সেনাল শুরু থেকে আক্রমণাত্মক খেললেও দ্বিতীয়ার্ধে ভিলার ঘুরে দাঁড়ানোয় হতাশ হতে হয় মিকেল আর্তেতার শিষ্যদের।


ম্যাচের ৩৫ মিনিটে মার্টিনেলির গোলের মাধ্যমে এগিয়ে যায় আর্সেনাল। ৫৫ মিনিটে হাভার্টজ ব্যবধান দ্বিগুণ করলে শীর্ষস্থানে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমানোর স্বপ্ন দেখছিল গানাররা। কিন্তু ৬০ মিনিটে ইউরি টিলেমানসের হেড ও ৬৮ মিনিটে ওলি ওয়াটকিনসের ভলিতে ভিলা সমতা ফেরায়।
শেষদিকে ভিএআর-এ হ্যান্ডবলের কারণে হাভার্টজের আরেকটি গোল বাতিল হলে জয়বঞ্চিত হয় স্বাগতিকরা।
ড্রয়ের ফলে লিভারপুলের ৫০ পয়েন্টের বিপরীতে আর্সেনালের সংগ্রহ ৪৪ পয়েন্ট। তবে একটি ম্যাচ বেশি খেলেছে গানাররা। অন্যদিকে, ভিলা সাত নম্বরে উঠে এসে ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার লক্ষ্যে এগিয়ে গেছে।