হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশেই বহাল, সিদ্ধান্ত প্রত্যাহার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

হোটেল ও রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এর ফলে আগের মতোই ৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ অথবা আগামী রোববার এ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।

বেলাল হোসাইন চৌধুরী বলেন, “মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের মাধ্যমে রেস্তোরাঁ সেবায় ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় আগের ৫ শতাংশ ভ্যাট বহাল করার পদক্ষেপ নেওয়া হয়েছে।”

রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, “গতকাল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতিকে চিঠি দিয়ে আমাদের সিদ্ধান্তের পুনর্বিবেচনার বিষয়টি জানানো হয়েছে। এরপরও মানববন্ধন কেন হচ্ছে, তা দেখা হবে। যেহেতু ভ্যাট ৫ শতাংশ বহাল রাখা হচ্ছে, তাই এখন মানববন্ধন করার প্রয়োজন নেই। আমরা আন্দোলনকারীদের কাজে ফিরে যেতে অনুরোধ করছি।”

উল্লেখ্য, ভ্যাট বৃদ্ধির এই সিদ্ধান্তের কারণে রেস্তোরাঁ মালিকরা গত কয়েকদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। তবে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার সেক্টরটির জন্য স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

Nagad