শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে দুর্নীতির দুই মামলা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

সাড়ে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিবারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৫ জানুয়ারি) দুদকের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে এই মামলাগুলো দায়ের করা হয়। মামলার বাদী জালাল উদ্দিন আহাম্মদ। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় আসামি করা হয়েছে শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান এবং কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের এমডি তানভীর আহমেদকে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তারা ১৯৩ কোটি ৯১ লাখ টাকার সমমূল্যের ২ কোটি ৫১ লাখ মার্কিন ডলার মানিলন্ডারিং করেছেন। বিটিআরসির আইজিডব্লিউ লাইসেন্সধারী হিসেবে আন্তর্জাতিক ইনকামিং কল থেকে অর্জিত অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস আমরীন রাখিকে। তাদের বিরুদ্ধে ২৫৯ কোটি ৬২ লাখ টাকার সমমূল্যের ৩ কোটি ৩২ লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, শামীম ওসমানের বিরুদ্ধে আগে ১৭টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে কয়েকটি মামলা স্থগিত, কিছু প্রত্যাহার এবং কিছুতে তিনি বেকসুর খালাস পেয়েছেন। অন্যদিকে, জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরও অনুসন্ধান চলছে।

Nagad

দুদকের এই উদ্যোগ দুর্নীতি প্রতিরোধে সরকারের চলমান পদক্ষেপের অংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।