জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। মঙ্গলবার (১৪ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ফখরুল বলেন, “নির্বাচন ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না। সঠিক সময়ে জাতীয় নির্বাচন না হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। আমরা সকল পক্ষকে— অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোকে— ঐকমত্যে আসার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “২০২৫ সালের জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই।”

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা হয়েছে। সাইবার সুরক্ষা আইন পর্যালোচনার জন্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভ্যাট বৃদ্ধির নেতিবাচক প্রভাব নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির জন্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

ফখরুল বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভ্যাট বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

Nagad

সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ড. আব্দুল মঈন খান উপস্থিত ছিলেন।