ঢাকায় জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিচি নিযুক্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

সংগৃহীত ছবি

ঢাকায় জাপানের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন সাইদা শিনিচি। সোমবার (১৩ জানুয়ারি) ঢাকায় জাপানের দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিচি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল প্রধান খন্দকার মাসুদুল আলমের কাছে তার পরিচয়পত্রের অনুলিপি প্রদান করেন।

দূতাবাস জানায়, রবিবার (১২ জানুয়ারি) সাইদা শিনিচি এ পদক্ষেপ নেন এবং বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে তার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন আইওয়ামা কিমিনোরি।