বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকাজ কেরানীগঞ্জে স্থানান্তর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকাজ বকশীবাজার অস্থায়ী আদালত থেকে সরিয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মিত অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা একটি গেজেট প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকার পিলখানায় বিডিআর সদর দফতরে সংঘটিত হত্যাকাণ্ড মামলার বিচার কার্যক্রম এখন থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে, পূর্বে বকশীবাজারে বিচারকাজ পরিচালনার জন্য ২০১০ সালের ২৮ ডিসেম্বর জারি করা আদেশ বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

মামলাটির বিচারকাজ স্থানান্তরের পেছনে নিরাপত্তাজনিত কারণ এবং বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Nagad