সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

ফাইল ছবি

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাদের ক্ষমতার মেয়াদ আরও দু’মাস (৬০ দিন) বাড়ানো হয়েছে।

এর আগে, ১৫ নভেম্বর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছিল এবং তা ১৩ জানুয়ারি শেষ হচ্ছে। তবে, নতুন আদেশে ১৪ জানুয়ারি থেকে আরও ৬০ দিন পর্যন্ত এই ক্ষমতা প্রয়োগ করা যাবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও উপরের পদমর্যাদার কর্মকর্তাদের, যারা কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত, ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ও ১৭ ধারার আওতায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবেন। তারা সারাদেশে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং ফৌজদারী কার্যবিধির বিভিন্ন ধারার অপরাধ তদন্ত ও বিচার করতে সক্ষম হবেন।

এ ক্ষমতার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত মূলত দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নেওয়া হয়েছে, বিশেষ করে গত বছরের কোটা সংস্কার আন্দোলনের পর সৃষ্ট পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।

Nagad