এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কোপ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

রাজধানীর এলিফেন্ট রোডে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটির নিচে এক ব্যবসায়ীকে ৬-৭ জন যুবক চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপানোর ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনায় আহত ব্যবসায়ী এহতেসামুল হককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রাজধানীর এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি মার্কেট। এক ব্যবসায়ী বহুতল মার্কেটের সিঁড়ি দিয়ে নেমে প্রধান সড়কে দাঁড়াতেই ছয়-সাতজন যুবক ঘিরে ধরে। তাদের প্রত্যেকের হাতে চকচকে চাপাতি। মুহূর্তের মধ্যে চাপাতি দিয়ে ওই ব্যবসায়ীকে কোপাতে থাকে। তখন এলিফেন্ট রোড দিয়ে সাঁ সাঁ করে গাড়ি ছুটে যাচ্ছিল। ওই ব্যবসায়ী হামলা থেকে বাঁচতে দৌড় দেন। তখনও তারা তাকে চাপাতি দিয়ে কোপাতে দেখা যাচ্ছিল।

জানা গেছে, হামলার শিকার হওয়া ওই যুবকের নাম এহতেশামুল হক। তিনি মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি মার্কেটের ব্যবসায়ী। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এলিফেন্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান দিপু ও ইসিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান) যুগ্ম সদস্য সচিব এহতেসামুল হক একসঙ্গে মার্কেট থেকে বের হচ্ছিলেন। এই সময় সন্ত্রাসীরা তাদেরকে ধাওয়া করে ঘিরে ধরার চেষ্টা করলে দিপু পালিয়ে আত্মরক্ষা করেন। সন্ত্রাসীরা এহতেসামুলকে ঘিরে ধরে এলোপাতাড়ি কোপ দেয়। এ অবস্থায় পথচারীরা জড়ো হলে সন্ত্রাসীরা চলে যায়। পরে ব্যবসায়ীকে উদ্ধার করে পপুলার হাসপাতালে ভর্তি করে। ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে শনিবার এলিফেন্ট রোড এলাকায় ব্যবসায়ীরা ফুঁসে ওঠে। তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এর প্রতিবাদের মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার এলিফেন্ট রোডের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে মানববন্ধন ও সমাবেশ করেছেন। ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে ধানমন্ডি ও মোহাম্মদপুর কেন্দ্রিক সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বের জেরেই এ হামলা।

নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন জানিয়েছেন, আহত ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ব্যবসায়ী সমাজ নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী গ্রুপের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Nagad