বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হলেন মাওলানা মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মামুনুল হক, যিনি পূর্বে সংগঠনটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা জালালুদ্দিন, যিনি ছিলেন যুগ্ম মহাসচিব। ১১ জানুয়ারি, শনিবার রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে এই সিদ্ধান্ত হয়।


শায়খুল হাদীস পরিষদ বাংলাদেশ খেলাফত মজলিসের নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছে। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের হাতে গড়া সংগঠনের নেতৃত্ব এখন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তির হাতে অর্পিত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।