ভয়াবহ দাবানল: ১০ হাজার অবকাঠামো ধ্বংস, বাইডেন বললেন ‘যেন বোমা হামলা’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পাঁচদিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে তুলনা করেছেন যুদ্ধের দৃশ্যের সঙ্গে। তিনি বলেছেন, “এখানে যেন বোমা ফেলা হয়েছে। এটি পুরোপুরি যুদ্ধক্ষেত্রের দৃশ্যের মতো।”

গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) ওভাল অফিসে প্রেসিডেন্ট বাইডেনকে দাবানলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাটের ঘটনাও স্বীকার করেছেন তিনি। বাইডেন বলেন, “লুটপাটের স্পষ্ট প্রমাণ রয়েছে। আক্রান্ত এলাকায় অনেকে গিয়ে সুযোগ নিচ্ছেন। এটি দুঃখজনক।”

এছাড়া দাবানল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন বাইডেন। তিনি বলেন, “এমন পরিস্থিতিতে বিভ্রান্তি ছড়ানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।”

স্থানীয় সময় গত মঙ্গলবার (৭ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসের বিভিন্ন অঞ্চলে দাবানল শুরু হয়। বর্তমানে পাঁচটি সক্রিয় দাবানল একত্রে প্রায় ৩৫ হাজার একর এলাকা পুড়িয়ে দিয়েছে। ইতোমধ্যেই ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, হাজার হাজার অবকাঠামো পুড়ে ছাই হয়ে গেছে।

আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা অ্যাকুওয়েদারের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে আর্থিক ক্ষতির পরিমাণ ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। এই ক্ষতি কাটিয়ে উঠতে লম্বা সময় লেগে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

দাবানলের কারণে স্থানীয় বাসিন্দাদের অনেককে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তবে শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। সূত্র: এএফপি

Nagad