নিক্সন চৌধুরী ও স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকার লেনদেন, দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীনের নেতৃত্বে একটি দল নিক্সন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান চালায়। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ অক্টোবর, নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

অভিযোগ অনুযায়ী, নিক্সন চৌধুরী ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাড়ি নির্মাণের জন্য ৩৮ শতাংশ জমি কেনেন। শেখ হাসিনার আত্মীয়তার সুযোগ কাজে লাগিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে বালু উত্তোলন ও জমি দখলের মাধ্যমে বিপুল অর্থ আয় করেন।

তদন্তে জানা যায়, আড়িয়াল খাঁ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে হাজার কোটি টাকার বাণিজ্য করেন তিনি। একইসঙ্গে জমি মালিকদের জোরপূর্বক রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে জমি নিজের পরিবারের সদস্যদের নামে দলিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এভাবে প্রায় ১১শ বিঘা জমি তার পরিবারের নামে রেজিস্ট্রি করা হয়েছে।

দুদকের মামলায় এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে এবং নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও তদন্ত চলছে।

Nagad