তুরস্কের সামরিক ও বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ, শিগগির জেইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সামরিক, জ্বালানি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ বিষয়ে শিগগিরই বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “তুরস্কের একটি বড় টিম আজ আমাদের সঙ্গে বৈঠক করেছে। খাদ্য, স্বাস্থ্য, শিল্প, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, গার্মেন্টস, রপ্তানি ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে তারা আগ্রহ দেখিয়েছে।”

শেখ বশিরউদ্দীন জানান, “আমাদের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে। এ বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে। বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল তৈরি, জ্বালানি প্রকল্প এবং অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত থাকবে।”

তুরস্ক এনার্জি, অবকাঠামো, এবং মেশিনারি শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে বাংলাদেশে তারা প্রায় ৩০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে, যার মধ্যে এলপিজি, সিঙ্গার, কোকাকোলা, এবং সেবাখাত অন্তর্ভুক্ত।

সামরিক খাতে তুরস্কের আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, “তুরস্কের সামরিক রপ্তানি ৮ বিলিয়ন ডলারের বেশি। তারা অত্যাধুনিক সামরিক প্রযুক্তিতে বিনিয়োগ করছে এবং এ খাতে আমাদের সঙ্গেও সহযোগিতায় আগ্রহ দেখিয়েছে।”

Nagad

বাণিজ্য উপদেষ্টা জানান, গত বছরে তুরস্কে বাংলাদেশের রপ্তানি ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশ তুরস্কে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এবং ৪৫০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ ও তুরস্কের মোট জনসংখ্যা ২৭ কোটির মতো। বর্তমান বাণিজ্যের তুলনায় অনেক গুণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাগুলো অর্জনের জন্য আমরা বিভিন্ন খাত চিহ্নিত করেছি।”