ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু মানুষ দেশকে বিভাজনের দিকে নিয়ে যেতে উঠেপড়ে লেগেছে। কেউ কেউ ডেসপারেড হয়ে গেছে। বিভাজনের চেষ্টায় আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা ঐক্যবদ্ধ থাকুন।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ‘রাজবন্দীর জবানবন্দী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং সঞ্চালনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদি আমিন, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবসহ আরও অনেকে।

মির্জা ফখরুল বলেন, সত্য ভাষণের প্রচারণা দিয়েই মিথ্যা প্রচারণাকে জবাব দিতে হবে। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের জন্য যাঁরা গুম হয়েছেন, নিহত হয়েছেন, তাঁদের নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় মর্যাদায় চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, যা দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।

তিনি আরও বলেন, বিএনপি সবসময়ই সংস্কার চায় এবং এটি একটি চলমান প্রক্রিয়া। বিভাজিত রাজনীতির বিরোধিতা করে তিনি বলেন, “কেউ বিভ্রান্ত হবেন না। ঐক্যই আমাদের শক্তি।”

Nagad

অনুষ্ঠানে ইসমাইল জবিউল্লাহ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, “ম্যাডাম আমাকে বলেছিলেন, দেশের উন্নয়নে ব্যুরোক্রেসিকে শক্তিশালী করতে হবে।”