হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে দেশের মানুষের নেতিবাচক প্রতিক্রিয়া: রিজভী
ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে দেশের মানুষ ইতিবাচক প্রতিক্রিয়া জানায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ায় শহীদ শাহরিয়ার খান আনাসের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।


রিজভী বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু তারা হত্যাকারী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। এটি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। ভারত সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করে এবং বাংলাদেশের আইনের শাসন মানতে চায় না।’
তিনি অভিযোগ করেন, শিশু, তরুণ ও সাধারণ জনগণকে হত্যার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করা হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ‘পুলিশ প্রকাশ্যে গুলি করে শিশু ও যুবকদের হত্যা করেছে। এসব হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত ছিল। কিন্তু বর্তমান সরকার এসব বিষয়ে নিরব।’
আনাসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রিজভী বলেন, “শিশুরা এত উদ্দীপনা নিয়ে দেশের জন্য জীবন দিচ্ছে, তাদের আত্মত্যাগ আমাদের জীবনকে ম্লান করে দিয়েছে।”
তিনি বলেন, ‘আজ শেখ হাসিনার জন্য যারা মায়াকান্না কাঁদে, তাদেরকে আনাসের পরিবারের আর্তনাদ শুনতে বলি। শিশুদের রক্তের বিনিময়ে পরিবর্তন এসেছে, কিন্তু যারা শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয়, তাদের ধিক্কার জানানো ছাড়া কিছু বলার নেই।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপের কারণে ভ্যাট ও কর বাড়ছে। কিন্তু জনগণ তাদের প্রয়োজনীয় জিনিস স্বাভাবিক দামে না পেলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে।’
অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে আতিকুর রহমান রুমন, আশরাফ বকুল, আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।