মোবাইলে রিচার্জে কর বাড়ছে, ১০০ টাকায় কাটবে ৫৬ টাকা!

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

মোবাইল ফোন সেবায় কর বৃদ্ধির প্রস্তাব নিয়ে মুঠোফোন গ্রাহকদের উদ্বেগ বাড়ছে। শিগগিরই নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বর্তমানে ১০০ টাকা রিচার্জ করলে গ্রাহককে কর বাবদ মোট ৫৪ দশমিক ৬০ টাকা দিতে হয়। নতুন শুল্ক কার্যকর হলে এই পরিমাণ বেড়ে হবে ৫৬ দশমিক ৩০ টাকা।

বুধবার (৮ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা হয়েছিল। এর সঙ্গে এবার আরও ৩ শতাংশ শুল্ক বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে বলেন, “ইন্টারনেট পরিষেবায় বাংলাদেশ তলানিতে রয়েছে, অথচ ভ্যাটের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানে। কর বৃদ্ধির ফলে জনগণের ডিজিটাল সেবাগ্রহণে বৈষম্য আরও বাড়বে।”

গ্রাহকদের দাবি, মোবাইল কলরেট ও ইন্টারনেট প্যাকেজের দাম কমানো। কিন্তু কর বৃদ্ধি পরিস্থিতি আরও কঠিন করবে।

Nagad