ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের আয়কর দ্বিগুণ করল সরকার
সরকার ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর এবং মোটরবাইক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আয়কর দ্বিগুণ করেছে। এসব শিল্প প্রতিষ্ঠানগুলোর অর্জিত আয়ের ওপর ২০ শতাংশ আয়কর নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে শুধুমাত্র ফ্রিজ, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ারকন্ডিশনার ও কম্প্রেসর তৈরির সক্ষমতা সম্পন্ন শিল্প প্রতিষ্ঠানগুলোর আয়কর ২০ শতাংশ হবে। এ ধরনের প্রতিষ্ঠান বর্তমানে তাদের আয় থেকে ১০ শতাংশ আয়কর দিচ্ছিল।
প্রজ্ঞাপনে বেশকিছু শর্তের কথা বলা হয়েছে। যার মধ্যে রয়েছে-
শিল্প প্রতিষ্ঠানটি কোম্পানি আইন, ১৯৯৪ এর অধীন নিবন্ধিত হতে হবে।
শিল্প প্রতিষ্ঠানটিকে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৬ এর উপধারা (৫) এবং (৬) অন্যান্য বিধানাবলি পরিপালন করতে হবে।
শিল্প প্রতিষ্ঠানটির নিজস্ব মোল্ড ও ডাইস তৈরির ক্ষমতা থাকতে হবে।
শিল্প প্রতিষ্ঠানটির নিজস্ব পলি ইউরিথিন ফোমিং প্ল্যান, পাউডার কোটিং প্ল্যান্ট এবং সক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের ব্যবস্থা থাকতে হবে।
শিল্প প্রতিষ্ঠানটি এনবিআরের অনুমোদিত হতে হবে এবং বিদ্যমান ব্যবসার পুনর্গঠন বা এইরূপ ব্যবসা বিভাজন দ্বারা গঠিত শিল্প প্রতিষ্ঠান অথবা বাংলাদেশে বিদ্যমান ব্যবসা প্রতিষ্ঠান থেকে মেশিনারি অথবা স্থাপনা হস্তান্তরের মাধ্যমে গঠিত কোনো শিল্প প্রতিষ্ঠান হতে পারবে না।
প্রজ্ঞাপনে অব্যাহতিপ্রাপ্ত কোনো শিল্প প্রতিষ্ঠান শর্ত পরিপালনে ব্যর্থ হলে এনবিআর প্রদত্ত অনুমোদন প্রত্যাহার করতে পারবে বলেও বলা হয়েছে।