গাজার সেফ জোনে ইসরায়েলি হামলা: নিহত ৪৯, শিশুরাও রেহাই পায়নি
গাজা উপত্যকার তথাকথিত ‘সেফ জোনে’ দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ শিশুসহ ৪৯ ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে আজ বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪৯ জন এবং আহত হয়েছেন আরও অনেকে।


এ নিয়ে গত ১৫ মাসে ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৮৫ জনে। আহত হয়েছেন এক লাখ ৯ হাজার ১৯৬ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজায় স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় ধ্বংস হয়ে গেছে অসংখ্য মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।
ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানবিক এই বিপর্যয়ে আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দার মুখেও থেমে নেই দখলদার বাহিনীর তাণ্ডব।