খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেবে যুক্তরাজ্য
দীর্ঘ ছয় বছর পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০১৭ সালের জুলাইয়ে সর্বশেষ বিদেশ সফর করা ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। তাকে বহনের জন্য কাতারের আমিরের পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুবিধাসম্পন্ন একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে।


জানা গেছে, বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। এরপর সেখান থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করবে। যুক্তরাজ্যে পৌঁছানোর পর তাকে ‘ভিআইপি প্রটোকল’ দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।