নাফিজ সরাফাত পরিবারের ২২ ফ্ল্যাট, ২ বাড়িসহ সব সম্পত্তি ক্রোকের আদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। সংগৃহীত ছবি

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ানের নামে থাকা ২২টি ফ্ল্যাট, দুটি বাড়ি, প্লট ও জমিসহ সব সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

চৌধুরী নাফিজ সরাফাতের নামে রয়েছে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় ১০টি ফ্ল্যাট, গুলশান-২-এ একটি ২০ তলা বাড়ি, পূর্বাচলে সাড়ে সাত কাঠার একটি প্লট এবং গাজীপুর ও বাড্ডায় ২৫ কাঠার জমি। তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামে রয়েছে রাজধানীতে পাঁচটি ফ্ল্যাট, সাড়ে সাত কাঠা জমির ওপর একটি চারতলা বাড়ি ও ১৩ কাঠা জমি। ছেলে চৌধুরী রাহিব সাফওয়ানের নামে রয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি ফ্ল্যাট।

দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক উপ-পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে অনুসন্ধানে দেখা গেছে, নাফিজ সরাফাত ও তার পরিবারের সদস্যরা ঘুষ, দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ অর্থ ব্যবহার করে তারা স্থাবর সম্পত্তি অর্জন করেছেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সম্পত্তি হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কায় এসব স্থাবর সম্পত্তি অবিলম্বে ক্রোক করা জরুরি।

Nagad

দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আদালত শুনানি শেষে সম্পত্তি ক্রোকের আদেশ দেন। দুদক জানিয়েছে, অভিযোগ ওঠার পর থেকেই চৌধুরী নাফিজ সরাফাত ও তার পরিবার পলাতক রয়েছেন।