৬ ব্যাংকের নিরীক্ষায় বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক, আর্থিক অনিয়ম ও দুর্নীতির শিকার ৬টি ব্যাংকের সম্পদের গুনমান মূল্যায়নে আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই) এবং কেপিএমজিকে নিয়োগ দিয়েছে।
এডিবি অর্থায়নে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে এই নিরীক্ষা পরিচালিত হচ্ছে। নিরীক্ষায় বাছাই করা ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।


ইওয়াই গ্লোবাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক, আর কেপিএমজি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের নিরীক্ষা করবে। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র হোসনে আরা শিখা জানিয়েছেন, নিরীক্ষায় প্রমাণিত হলে এমডিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের পুনর্গঠন এবং অনুসন্ধান কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংক সতর্কভাবে কাজ করছে, যেখানে ব্যাংকগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।