ডিসির জন্য অপেক্ষা: শীতে সাড়ে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকলো শতাধিক শিশু
যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে। রোববার (৫ জানুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি আসতে দেরি করায় শীতে সাড়ে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় শতাধিক শিশু।
সকাল ১০টায় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন করার কথা ছিল। তবে শিক্ষার্থীরা সকাল ৮টা থেকেই মাঠে আসতে শুরু করে এবং জার্সি পরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে। কনকনে শীত ও কুয়াশার মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।


শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন জানায়, ভোরে বাসে উঠে মাঠে এসে সকাল থেকে দাঁড়িয়ে ছিল তারা। তবে বারবার মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল যে ডিসি স্যার শিগগিরই আসবেন।
মাঠে উপস্থিত এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, “শীতের কারণে শিশুরা কাবু হয়ে পড়েছে। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরও খেলার উদ্বোধন হয়নি। এত দীর্ঘ সময় ধরে বাচ্চারা শীতে কষ্ট পেয়েছে।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম জানান, “শীত ও কুয়াশার কারণে নির্ধারিত সময়ে উদ্বোধন করা সম্ভব হয়নি। তবে শিক্ষার্থীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার অভিযোগ পুরোপুরি সঠিক নয়।”
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বেলা ১১টা ২০ মিনিটে অনুষ্ঠানে উপস্থিত হন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
শিক্ষক-অভিভাবকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সময়নিষ্ঠার দাবি জানিয়েছেন।