আবু সাঈদ হত্যা: বেরোবির ৭১ শিক্ষার্থীকে শাস্তি, ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ১০৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী সাংবাদিকদের জানান, ঘটনাটির সঙ্গে সরাসরি জড়িত ৩৩ জন শিক্ষার্থীকে দুই সেমিস্টার এবং ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ড. শওকত আলী আরও বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুই শিক্ষক, চার কর্মকর্তা এবং তিন কর্মচারীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপাচার্য জানান, ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো নির্বাচন হবে না। একই সঙ্গে ছাত্ররাজনীতি বন্ধে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে।
গত ১৬ জুলাই ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকালে ছাত্রলীগের নেতাকর্মীদের সশস্ত্র হামলার শিকার হন। এ সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তার পরিবার থেকে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করে।
শিক্ষার্থীদের তিন দফা দাবির আলোকে ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ এবং অভিযুক্তদের নামের তালিকা দ্রুত প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।
এই ঘটনাটি বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং শিক্ষার্থীদের দাবি আদায়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।