ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

ভারতের ভূপালের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অনুমতি বাতিল করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব ড. আবুল হাসনাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক গত ৩০ ডিসেম্বর জারি করা সেই প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হলো।”

এই সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।