নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভুল করবে না: সিইসি
নির্বাচন কমিশন (ইসি) কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল করবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন। রোববার (৫ জানুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, নির্বাচন কমিশন সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কমিশন কোনওভাবেই ইচ্ছাকৃত ভুল করবে না, এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।


নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভোটার তালিকা হালনাগাদে সতর্কতা ও সততা বজায় রাখতে হবে, যাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়। অন্যদিকে, নির্বাচন কমিশনার তাহমিনা আহমদ বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশনের হাতিয়ার হবে আইন এবং বিবেক। দুরভিসন্ধিমূলক কাজ হলে সেই দায় কমিশন নেবে না।
ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অব.) বলেন, ভোটার তালিকা হালনাগাদে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না এবং ভোটারের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এছাড়া, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।