৭ নম্বর ভবন খুলে দেওয়া হলো, সচিবালয়ে গাড়ির প্রবেশ শুরু
সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। নয় তলা ভবনের চারটি তলা পুড়ে গেলেও বাকি পাঁচ তলায় অফিস কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আগুনের পর থেকে উপদেষ্টা এবং সচিবদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে পারছিল না, কিন্তু রোববার (৫ জানুয়ারি) থেকে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত বলা যায়, আগুন লাগার ১১ দিন পর সচিবালয়ের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। আগুনের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৭ নম্বর ভবনে শুধু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রবেশের অনুমতি দিচ্ছিল, কিন্তু রোববার থেকে সাধারণ কর্মকর্তারাও প্রবেশ করতে সক্ষম হয়েছেন।


পাঁচ তলার পর অন্য ফ্লোরগুলোতে গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের ছাড়া অন্যদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পাঁচতলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা অফিস করছেন।
আগুনের পর ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত ব্যাপক ক্ষতি হয়েছে। এই ফ্লোরগুলোর মেঝে পুড়ে গেছে এবং সিঁড়িগুলো ধসে পড়েছে। বিশেষত চারটি তলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর কলাপসিবল গেটগুলোও তালাবদ্ধ রাখা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, আগুনের সূত্রপাত ছিল বৈদ্যুতিক ‘লুজ কানেকশন’ থেকে। ২৫ ডিসেম্বর রাতে এই আগুনের ঘটনা ঘটে, এবং পুরোপুরি নিভতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে।