জামায়াত একা দেশের রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম নয়: আমির

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত একা দেশের রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম নয়। দেশের স্বার্থে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জনকল্যাণমূলক সরকার গঠন করা উচিত, যাতে দেশ উপকৃত হয় এবং দেশের জনগণও লাভবান হয়।

কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি বলেন, “বাংলাদেশের গুরুত্ব বিশ্ব মানচিত্রে ব্যাপক। আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ এবং জনসংখ্যার উভয়ের সমন্বয় রয়েছে, তবে দুর্নীতি ও দুঃশাসনের কারণে আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসন থেকে আমাদের মুক্তি পেতে হবে। জামায়াত যে বাংলাদেশ দেখতে চায়, তা হবে হিংসা-মুক্ত, যেখানে সকল নাগরিক পূর্ণ অধিকার ভোগ করবে। সেখানে থাকবে না কোনো বৈষম্য, আর নারীরা সম্মানিত হবে।”

এছাড়া তিনি আগামী দিনের বাংলাদেশে যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রাপ্তির কথা বলেন এবং একটি শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Nagad