ঢাকা ওয়াসায় প্রবেশে পাস বাধ্যতামূলক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

ফাইল ছবি

ঢাকা ওয়াসার নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে বহিরাগতদের প্রবেশে পাস বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড এবং ভিজিটরদের অস্থায়ী আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান জারি করা এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নসহ দিনরাত মনিটরিংয়ের মাধ্যমে ওয়াসার স্থাপনার নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে– ঢাকা ওয়াসার কোনো প্রতিষ্ঠানে বহিরাগত কোনো ব্যক্তি ওয়াসার পাস ব্যতীত প্রবেশ করতে পারবে না; সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা আইডি কার্ড ব্যতীত প্রবেশ করতে পারবে না; আগত ভিজিটরদের অস্থায়ী আইডি কার্ড নিতে হবে, যা দৃশ্যমান রাখতে হবে; ওয়াসা ভবনে আধুনিক অগ্নিনিরাপত্তা সিস্টেম চালু করতে হবে; ঢাকা ওয়াসার সব স্থাপনার নিরাপত্তা কার্যক্রম দিনরাত মনিটরিংয়ের মাধ্যমে জোরদার করতে হবে।