উসমানের দুর্দান্ত শতকে রাজশাহীকে হারিয়ে চট্টগ্রামের প্রথম জয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

উসমান খানের ব্যাটিং দাপট এবং শরিফুল-আরাফাত সানির নিয়ন্ত্রিত বোলিংয়ে দুর্বার রাজশাহীকে সহজেই হারিয়ে বিপিএলে প্রথম জয় তুলে নিল চট্টগ্রাম কিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সপ্তম ম্যাচে ১০৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে চট্টগ্রাম।

রাজশাহী টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও উসমান খান ও ক্লার্কের দ্বিতীয় উইকেট জুটির ১২০ রানের পার্টনারশিপে বড় সংগ্রহের ভিত্তি পায় চট্টগ্রাম। উসমান মাত্র ৪৮ বলে ব্যক্তিগত শতক পূর্ণ করেন এবং ইনিংস শেষ করেন ১২৩ রানে। তার ৬২ বলের ইনিংসটি সাজানো ছিল ১৩টি চার ও ছয়টি ছক্কায়। মিঠুনের ২৮ রানের ইনিংসের সহায়তায় চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে তোলে ২১৯ রান।

জবাব দিতে নেমে রাজশাহীর ব্যাটাররা চরম ব্যর্থ হন। একমাত্র মোহাম্মদ হারিস ওপেনিংয়ে ১৫ বলে ৩২ রান করেন। তবে বাকিরা থিতু হতে ব্যর্থ হন। দলীয় ১১৪ রানে থেমে যায় রাজশাহীর ইনিংস। আগের ম্যাচে উজ্জ্বল এনামুল হক বিজয় এদিন ৯ বলে মাত্র ৮ রান করে বিদায় নেন।

চট্টগ্রামের হয়ে বল হাতে শরিফুল ইসলাম ও আরাফাত সানি দারুণ ভূমিকা রাখেন। রাজশাহীর হয়ে বল হাতে তাসকিন আহমেদ ২২ রানে দুটি উইকেট নেন।

এই জয়ে পয়েন্ট টেবিলে প্রথম দুটি পয়েন্ট যোগ করল চট্টগ্রাম। অন্যদিকে তিন ম্যাচে এক জয় নিয়ে দুই পয়েন্টেই থেমে থাকল রাজশাহী।

Nagad