শীতকালীন রোমান্সের ইচ্ছা জানালেন স্বস্তিকা, চান প্রেমিক
শীতকে সাধারণত সবচেয়ে উপভোগ্য ঋতু হিসেবে ধরা হয়। এই সময় ঘনিয়ে এলে নানা বিষয় নিয়ে মজার আলোচনার ঝড় ওঠে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে। টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও এবার শীতের সময় তার মনের চাওয়া নিয়ে আলোচনায় এসেছেন।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে ক্যারিয়ারের ২৫ বছর উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা তার মজার একটি ইচ্ছার কথা জানান। তিনি বলেন, “আমার প্রতিবার বছরের শুরুতে মনে হয়, সারা বছরের জন্য দরকার নেই, কিন্তু এই শীতের সময়টাতে যেন একটা প্রেমিক থাকে।”


স্বস্তিকা আরও বলেন, “এটা এখন হঠাৎ করে মনে হয়নি। আমি গত দশ বছর ধরেই এমনটা অনুভব করি। সারাবছর প্রেমিকের প্রয়োজন নেই। তবে পূজা শেষ হওয়ার পর হেমন্ত থেকে বসন্তকাল পর্যন্ত একজন প্রেমিক থাকা উচিত। তারপর না থাকলেও সমস্যা নেই। প্রতিবারই যখন দরকার তখন থাকে না। আর যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। এটাই জীবনের সত্য।”
এ অভিনেত্রী আরও জানান, সম্প্রতি তিনি মুম্বাই থেকে একটি হিন্দি সিনেমার লুক টেস্ট দিয়ে এসেছেন। যদিও সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু জানাননি, তবে ইঙ্গিত দিয়েছেন এটি জনপ্রিয় এক নির্মাতার কাজ।
স্বস্তিকার মতে, অভিনয় ছাড়া অন্য কিছু করার ইচ্ছা তার ছিল না। তবে অভিনেত্রী না হলে তিনি গৃহিণী হতে চাইতেন। তিনি বলেন, “অভিনেত্রী না হলে গৃহিণী হতাম। অনেক সন্তান নিয়ে সংসার করতাম।”
স্বস্তিকার এমন মন্তব্য ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে।