খুলনায় কুয়েটে চলছে স্টারটেকের ফ্রি সার্ভিসিং ক্যাম্প
দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের খুলনা শাখার উদ্যোগে চলছে দিনব্যাপী ফ্রি সার্ভিসিং ক্যাম্প। শুক্রবার (৩ জানুয়ারি) খুলনার কুয়েট ক্যাম্পাসে সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টারসহ বিভিন্ন প্রযুক্তি পণ্যে সর্বোচ্চ মানের সেবা দেওয়া হচ্ছে।
আয়োজকদের মতে, স্টারটেকের দক্ষ টেকনিশিয়ানরা গ্রাহকদের যেকোনো প্রযুক্তি পণ্যের সমস্যার সমাধানে কাজ করছেন। এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা তাদের প্রযুক্তি পণ্যের ফ্রি সার্ভিসিংয়ের সুযোগ পাচ্ছেন। সকাল ১০টা থেকে শুরু হযে বিকেল ৫টা পর্যন্ত চলছে এই সার্ভিসিং ক্যাম্প।


স্টারটেক ২০০৭ সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে দেশের একটি অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটির ঢাকা সহ সারা দেশে ১৯টি আউটলেট এবং শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। প্রতিষ্ঠানটি কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপসহ বিভিন্ন গ্যাজেট সরবরাহে খ্যাতি অর্জন করেছে।
এই ফ্রি সার্ভিসিং ক্যাম্পে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।