আমরা বিদেশি বন্ধু চাই, তবে প্রভু চাই না: জামায়াত আমির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ একটি সম্মানিত, স্বাধীন ও ঐক্যবদ্ধ জাতি। আমরা বিদেশি বন্ধু চাই, তবে প্রভু চাই না। এই বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে তা মেনে নেওয়া হবে না। বাংলাদেশ সবসময় মাথা উঁচু করে চলবে এবং কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

শুক্রবার (৩ জানুয়ারি) নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের। তবে এ স্বপ্ন বাস্তবায়নে লড়াই প্রয়োজন। সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হতে হলে আমাদের এগিয়ে যেতে হবে। নারীদের সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হবে। জামায়াত ইসলামী নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে এবং ইতিবাচক সমালোচনা ও পরামর্শকে স্বাগত জানাবে।

তিনি আরও বলেন, আমাদের সন্তানদের এমনভাবে শিক্ষিত করতে হবে যেন চাকরির জন্য কাউকে তদবির করতে না হয়। শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই তারা উপযুক্ত কাজ পাবে।

নাটোরের অবকাঠামোগত উন্নয়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নাটোর জেলা কোনো অপরাধ করেনি। অথচ এখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট নেই। এই বঞ্চনার অবসান হওয়া উচিত।”

ডা. শফিকুর রহমান দাবি করেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে ক্ষমতাসীন সরকার জনগণের ওপর অত্যাচার চালিয়েছে। তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকার মানুষের খুন, গুম ও হত্যায় জড়িত। লগি-বৈঠার তাণ্ডব এবং গণহত্যার মধ্য দিয়ে তারা তাদের ক্ষমতা নিশ্চিত করেছে।”

Nagad

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি। যারা জনগণের সম্মান করবে এবং দেশের প্রতিটি ইঞ্চিকে আমানত মনে করবে, তাদেরই ক্ষমতায় আসা উচিত।”

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর নাটোর জেলার আমির অধ্যাপক ডা. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল রহমান রাসেল প্রমুখ।