পরিবেশ অধিদপ্তরকে ডিজিটালাইজড করার ঘোষণা উপদেষ্টার
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তরকে আরও আধুনিক ও দক্ষ করে তুলতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মধ্যে অন্যতম হলো পরিবেশ অধিদপ্তরের সব সেবা ডিজিটালাইজড করা এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ): জার্নি টুওয়ার্ড সিমলেস ট্রেড’ শীর্ষক অনুষ্ঠানে সফট লঞ্চের সময় তিনি এ কথা জানান।


উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “অনেকেই পরিবেশগত ছাড়পত্রকে শুধু আনুষ্ঠানিকতা মনে করেন। তবে, এখন থেকে পরিবেশ ছাড়পত্র দেওয়া হবে শুধুমাত্র সঠিক যাচাই-বাছাইয়ের পর।”
এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।