তাসকিনের রেকর্ডগড়া বোলিং সন্তানকে উৎসর্গ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

বিপিএলে ইতিহাস গড়ে নিজের সন্তানকে উৎসর্গ করেছেন তাসকিন আহমেদ। বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর হয়ে মাত্র ১৯ রানে ৭ উইকেট তুলে নেন এই পেসার। এটি বিপিএলের সেরা বোলিং স্পেল এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, “দিনশেষে যখন ভালো করি বা উইকেট পাই, আমার ছেলে এবং বাবা খুব খুশি হয়। ওদের সাপোর্ট আমার জন্য দারুণ অনুপ্রেরণা। যেদিন ভালো করতে পারি না, সেদিন আমার ছেলে তাসফিন খুব মন খারাপ করে। আজ আমি নিশ্চিত, সে খুব খুশি। তাই এই পারফরম্যান্স তাকে উৎসর্গ করছি।”

নিজের বোলিং ইতিহাসে স্থান পাওয়া প্রসঙ্গে তাসকিন বলেন, “আলহামদুলিল্লাহ, ফাস্ট বোলারদের উন্নতি হচ্ছে। অনেকেই দেশে-বিদেশে রেকর্ড গড়ছে। এটি আমাদের জন্য ভালো লক্ষণ। আমার স্বপ্ন, ক্যারিয়ার শেষে একজন লিজেন্ডারি ফাস্ট বোলার হিসেবে স্বীকৃতি পাওয়া, যাতে দেশকে জেতানোর পেছনে অনেক অবদান রাখতে পারি।”

টস হেরে ফিল্ডিং নিয়ে পরিকল্পনা সফল হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের পরিকল্পনা ছিল টস জিতলে বোলিং নেওয়ার। আজকের কন্ডিশন ঠান্ডা ও একটু কুয়াশাচ্ছন্ন ছিল, যা আমাদের জন্য সহায়ক হয়েছে। উইকেট থেকে সাহায্য পেয়েছি এবং পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পেরেছি। ওরা হয়তো ভেবেছিল ফ্ল্যাট উইকেটে বড় স্কোর করবে, কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা পরিকল্পনায় সফল হয়েছি।”

তাসকিনের এই পারফরম্যান্স শুধু তার দলকেই জয় এনে দেয়নি, বরং তাকে তুলে এনেছে রেকর্ড বইয়ের পাতায়।

Nagad