সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, মুন্নী সাহা ও তার স্বামীর ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালের ৩০ নভেম্বর মুন্নী সাহা কারওয়ান বাজারে জনতার ঘেরাওয়ের মুখে পড়েন এবং পরে তেজগাঁও থানা-পুলিশ তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেদিন তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এছাড়া, গত বছরের ৬ অক্টোবর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি দেয়। এতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, বৈদেশিক বাণিজ্য এবং লকারের তথ্য চাওয়া হয়।

দুদকের এই অনুসন্ধানের ফলে সাংবাদিকতার অঙ্গনে বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Nagad