জানুয়ারিতেও অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম
বিদায়ী বছরের মতো ২০২৫ সালের জানুয়ারিতেও অপরিবর্তিত রাখা হয়েছে এলপি গ্যাসের দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের জন্য ভোক্তাপর্যায়ে নির্ধারিত মূল্য থাকছে ১ হাজার ৪৫৫ টাকা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ মূল্য ঘোষণা করে। নভেম্বর মাসে সামান্য দাম কমানো হলেও ডিসেম্বরে এটি অপরিবর্তিত ছিল।


বিইআরসির সচিব ব্যারিস্টার খলিলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি এলপিজি সিলিন্ডারের প্রতি কেজির দাম মূসকসহ ১২১ টাকা ১৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের প্রতি কেজির দাম হবে ১১৭ টাকা ৩৭ পয়সা।
অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ৭৮ পয়সা।