হাসনাত-সারজিসসহ শীর্ষ নেতাদের ফেসবুক আইডি উধাও

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ শীর্ষ বেশ কয়েক নেতার ফেসবুক আইডি উধাও হয়ে গেছে। বুধবার (১ জানুয়ারি) রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, ‘ক্র্যাক প্লাটুন’ নামে একটি হ্যাকার গ্রুপ সাইবার হামলা চালিয়ে এসব আইডি ডিজেবল করার দাবি করেছে। তবে এ বিষয়ে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

হাসনাত-সারজিস ছাড়াও আইডি উধাও হওয়া নেতাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফি, অনলাইন এক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েমসহ আরও কয়েকজন।

এদিকে, অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়্যেব আহমেদ এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষতিগ্রস্ত আইডিগুলোর লিংক দেওয়ার আহ্বান জানান।

কিছু নেতার দাবি, সাইবার আক্রমণের আশঙ্কায় নিজেরাই তাদের আইডি সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করেছেন। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

ছাত্রনেতা সাইয়েদ আব্দুল্লাহ অভিযোগ করেন, তার আইডি সাসপেন্ড করার পেছনে আওয়ামী লীগের সাইবার টিমের হাত রয়েছে। তবে ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক বলেছেন, এসব আইডি নিরাপত্তা নিশ্চিত করতে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, হ্যাকড বা ডিজেবল হয়নি।

Nagad

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম জানান, আন্দোলনের অন্যান্য সদস্যদের মতো তিনিও সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে তার আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। প্রয়োজনীয় পদক্ষেপের পর আইডি সক্রিয় করা হবে।