ডিসেম্বরে রেকর্ড রেমিট্যান্স ২৬৪ কোটি ডলার, দেশে সর্বাধিক প্রবাহ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

বাংলাদেশে ডিসেম্বরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২৬৪ কোটি ডলারে পৌঁছেছে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। গত বছরের জুলাইয়ে ২৬০ কোটি ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছিল, তবে এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে।

২০২৪ সালে প্রবাসী বাংলাদেশিরা মোট ২ হাজার ৬৮৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৫০ কোটি ডলার বেশি, অর্থাৎ ২২.৬৯ শতাংশ বৃদ্ধি।

এর আগে, ২০২০ সালের জুলাইতে এসেছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স। সে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স। তবে এবার ভাঙল সেই রেকর্ড।

গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এ ছাড়া গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর নভেম্বরে এসেছে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

Nagad