বরগুনায় যুবদল কর্মী নাসির হাওলাদারকে কুপিয়ে হত্যা, বিক্ষোভ সমাবেশ

বরগুনা সংবাদদাতা:বরগুনা সংবাদদাতা:
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের হাতে যুবদল কর্মী নাসির হাওলাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘার ইউনিয়নের নূরিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত নাসির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহান হাওলাদারের ছেলে এবং তিনি ওই ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকারের পতনের পর নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রাব্বি ও হাসানের সঙ্গে নাসিরের বিরোধ সৃষ্টি হয়। এর পর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে শ্বশুরবাড়ি যাওয়ার পথে রাব্বি, হাসান এবং তাদের সঙ্গীরা নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধারালো বগী দা দিয়ে নাসিরকে আক্রমণ করে এবং পরে পালিয়ে যায়।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, “আমাদের যুবদল কর্মী নাসিরকে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীরা অতীতে বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।”

ঘটনার পর সন্ধ্যায় পাথরঘাটা শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নাসির হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। নেতারা হুঁশিয়ারি দেন, ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।

Nagad

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মো. শাহাদাত হোসেন জানান, হাসপাতালে আনার আগে নাসিরের মৃত্যু হয়। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মামলার প্রক্রিয়া চলছে এবং বরগুনা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।